দাঁতের ব্যথা যেন পাগল করে দেয়।



বাড়িতে হঠাৎ দাঁতে ব্যথা হলে কী করবেন ?



চিকিৎসকের কাছে যাওয়ার আগে কিছুটা স্বস্তি দরকার।



ঘরোয়া কিছু টোটকা মানলেই ব্যথা থেকে নিস্তার মিলবে।



নুন গোলমরিচ একসঙ্গে জলে মিশিয়ে পেস্ট দাঁতে লাগান।



কিছুক্ষণ এই পেস্ট লাগালে আরাম পাওয়া যাবে।



আবার এক কোয়া রসুন থেঁতো করে লাগান যায়।



দাঁতের ব্যথায় কাজ দেয় লবঙ্গ। লবঙ্গ তেলে ব্যথা কমে।



পেয়ারা পাতা বা হিংয়েও একই কাজ হতে পারে।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।