চুলে এবং মাথার তালুতে তেল মালিশ করলে ভালভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে তালুতে। ফলে চুল সঠিক ভাবে বৃদ্ধি পাবে।

বিভিন্ন ধরনের এসেনসিয়াল অয়েল দিয়ে মাথার তালু এবং চুলের লম্বা অংশে ম্যাসাজ করলে চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর হবে।

অয়েল ম্যাসাজ হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত করে। তার ফলে নতুন চুল গজাতেও সাহায্য করে।

এছাড়াও চুলের ডগা ফেটে যাওয়া, চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া বা ভঙ্গুর প্রকৃতির হওয়া, এইসব সমস্যাও দূর হয় অয়েল ম্যাসাজের মাধ্যমে।

বিভিন্ন ধরনের এসেনসিয়াল অয়েলের মধ্যে আপনি রোজমেরি অয়েল দিয়ে চুল এবং স্ক্যাল্পে মেসেজ করতে পারেন।

তবে রোজমেরি অয়েল সরাসরি চুলে ব্যবহার করা ঠিক নয়। বরং নারকেল তেল, আমন্ড অয়েল- এইসব তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা উচিত।

রোজমেরি অয়েল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করলে যেহেতু ভালভাবে রক্তসঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয় তাই চুলের বৃদ্ধিতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

রোজমেরি অয়েল আমাদের স্ক্যাল্পকে আর্দ্র রাখে। তার ফলে দূর হয় খুশকির সমস্যা। এছাড়াও পুষ্টি পায় হেয়ার ফলিকলগুলি।

রোজমেরি অয়েল স্ক্যাল্পের যেকোনও ইনফেকশন, র‍্যাশ, চুলকানি, অস্বস্তি দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি চুল পড়ার সমস্যাও কমায়।

চুলের গোড়া শক্ত এবং মজবুত করতেও রোজমেরি অয়েলের জুড়ি মেলা ভার। সঠিক ভাবে চুলে এবং স্ক্যাল্পে পুষ্টির জোগান দেয় এই তেল।