ত্বকের উজ্জ্বলতা এবং মোলায়েম ভাব বজায় রাখার জন্য ফেস মাস্ক গুরুত্বপূর্ণ। বাড়িতে ফেস মাস্ক তৈরি করলে ব্যবহার করতে পারেন মধু।

ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে এবং রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে কাজে লাগে ফেস স্ক্রাব। বাড়িতে ফেস স্ক্রাব তৈরি করলে ব্যবহার করতে পারেন মধু।

মধুর মধ্যে প্রচুর পরিমাণে নারিশিং এবং হিলিং প্রপার্টি রয়েছে। এর অর্থাৎ হল ত্বকে সঠিক পুষ্টির জোগান দিতে এবং কোনও ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করতে পারে মধু।

ত্বকের মধ্যে বলা ভাল একদম গভীর স্তর পর্যন্ত আর্দ্রভাব ধরে রাখতে সাহায্য করে মধু। বিশেষ করে শীতের দিনে ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে এই উপকরণ।

ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য ডেড স্কিন সেল বা ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলা খুবই প্রয়োজন। এক্ষেত্রে ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে মধু।

আমাদের ত্বকে অনেকসময়েই বিভিন্ন দাগছোপ দেখা দেয়। যাঁদের ব্রনর সমস্যা রয়েছে তাঁদের ত্বকে দাগ থাকে। এইসব দাগছোপ দূর করতে কাজে লাগে মধু।

মধুর মধ্যে থাকা হাইড্রোজেন পারক্সাইড ত্বকের এইসব দাগছোপ হাল্কা করতে সাহায্য করে।

মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ। সেগুলির সাহায্যে ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলার পাশাপাশি ত্বকের একদম ভিতর থেকে পরিষ্কার করা যায় নোংরা। ত্বকের মধ্যে থাকা বিভিন্ন পোরস- এর মুখগুলিও নোংরা মুক্ত হয়ে উন্মুক্ত হয়।

অ্যান্টিব্যাকটেরিয়াল- এর পাশাপাশি অ্যান্টিইনফ্লেমেটরি উপকরণ রয়েছে মধুর মধ্যে। তার ফলে ব্রনর সমস্যা কমাতে সাহায্য করে এই উপকরণ।

ত্বকের ক্ষেত্রে ইনস্ট্যান্ট গ্লো অর্থাৎ উজ্জ্বল ভাব আনতে কাজে লাগে মধু। অতএব বাড়িতে ত্বকের পরিচর্যায় ক্ষেত্রে আপনি মধু ব্যবহার করতে পারেন।