Image Source: freepik

পাকা কলাই হোক বা কাঁচকলা, দুটিই খুবই স্বাস্থ্যকর।

Image Source: freepik

অসংখ্য উপকার কলা খেলে। কাঁচকলাতেও।

Image Source: freepik

এমনকী কলার খোসাও পুষ্টিগুণ থেকে বাদ যায় না।

Image Source: freepik

ঘরের কাজ থেকে রূপচর্চা- সবেতেই কাজে লাগে কলার খোসা।

Image Source: freepik

কাঁচকলার খোসা ভেজে খুব সুস্বাদু রেসিপি হতে পারে।

Image Source: freepik

অনেকে আবার কাঁচকলার খোসা দিয়ে ভর্তা খান।

Image Source: freepik

খাবার রেসিপি ছাড়াও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে পারে কাঁচকলার খোসা।

Image Source: freepik

কলার খোসায় প্রচুর ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে।

Image Source: freepik

তাছাড়া এতে রয়েছে ট্রিপটোফান অ্যামাইনো অ্যাসিড যা আমাদের মন ভাল রাখে।

Image Source: freepik

কাঁচকলার খোসা ফেলে বা দিয়ে তা দিয়ে ভাল সার হতে পারে।