চুল আঁচড়ানোর সময় চিরুনিতে অনেক ময়লা জমে। এই ময়লা নিয়ম করে সাফ করলে চুলেরই উপকার। কিন্তু চিরুনি সাফ করার আলাদা আলাদা নিয়ম রয়েছে। সবার জন্য এক নিয়ম নয়। যারা চুলে খুব বেশি প্রসাধনী দ্রব্য ব্যবহার করেন, তাদের সপ্তাহে একবার অন্তত সাফ করতে হবে। যারা অত প্রসাধনী দ্রব্য ব্যবহার করেন না, তাদের দুই-তিন সপ্তাহে একবার করে সাফ করতে হবে। তবে এর বাইরেও কিছু নিয়ম রয়েছে। বাইরে বেরিয়ে অনেকেই মাথা ঢাকেন না। এতে মাথায় ধুলো জমে। সেগুলি চিরুনিতে আটকায়। এখন পুরুষ-মহিলা সবাইকেই বাইরে বেরোতে হয়। তাই মাথায় ঢেকে বেরোনো ভাল। নয়তো মাথায় ধুলো বেশি জমে। চিরুনি সেক্ষেত্রে সপ্তাহে একবার সাফ করতে হবে। নচেৎ দুই-তিন সপ্তাহ অন্তর সাফ করলেই যথেষ্ট।