সব রেলট্র্যাকের নিচেই বড় বড় পাথর থাকে। রেলওয়ে ট্র্যাকের নিচে মাটি থাকলে সেটি বর্ষার সময় বসে যেতে পারে। যার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। পাথর থাকলে বর্ষার জল তার মধ্যে দিয়ে বেরিয়ে যায়। পাথরগুলি লাইনটিকে ধরে রাখে। ফলে ট্রেনের ভারে মাটির মধ্যে লাইন ঢুকে যায় না। এছাড়াও জল জমে থাকলে রেল লাইন নষ্ট হয়ে যেতে পারে। পাথর সেই সম্ভাবনা কমিয়ে দেয় অনেকটা। বিশ্বের অনেক দেশেই রেল লাইনের নিচে পাথর ব্যবহার করা হয়। অনেকক্ষেত্রে সিমেন্টের শক্ত নির্মাণও থাকে এখন।