পুজোর কাজে যেমন চন্দন লাগে, স্বাস্থ্য ভাল রাখতেও কাজে দেয়। চন্দনের গন্ধ ঘরে থাকলে অদ্ভুত এক শান্তি মেলে। অনেকে আবার গুঁড়ো চন্দন ব্যবহার করেন। কিন্তু জানেন কি চন্দনের গুঁড়োর থেকেও চন্দনের তেলে কী উপকার ? চন্দন কাঠ থেকে পাওয়া তেল মানুষের অনেক উপকার দেয়। চন্দনের তেলের গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে। ত্বকের যে কোনও সমস্যায় এই তেল ব্যবহার করা যায়। রাতে ঘুমানোর আগে এই তেল শুঁকলে অনিদ্রা দূর হয়। এমনকী চন্দনের তেলের গন্ধে দূর হয় মাথা যন্ত্রণাও। ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।