জামাইষষ্ঠী এলেই বাজারে দেখা মেলে এই ফলের।
ABP Ananda

জামাইষষ্ঠী এলেই বাজারে দেখা মেলে এই ফলের।



দেখতে ছোট্ট, লাল রঙের এই ফলের নাম করমচা।
ABP Ananda

দেখতে ছোট্ট, লাল রঙের এই ফলের নাম করমচা।



খেতে টক মিঠে, কিন্তু এর গুণ অনেক।
ABP Ananda

খেতে টক মিঠে, কিন্তু এর গুণ অনেক।



করমচায় রয়েছে ভরপুর ভিটামিন সি ও ভিটামিন এ।
ABP Ananda

করমচায় রয়েছে ভরপুর ভিটামিন সি ও ভিটামিন এ।



ABP Ananda

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই উপাদান।



ABP Ananda

এই করমচায় এমন ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে।



ABP Ananda

এমনকী বদহজমের সমস্যাও দূর করে করমচা।



ABP Ananda

অনেকে বলেন, করমচার রস রোজ খেলে ওজন কমবে।



ABP Ananda

এর ভিটামিনগুলি চুলের জন্য খুবই ভাল।



ABP Ananda

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।