এমন কিছু রোগ আছে, যাতে আক্রান্তদের আপেল খাওয়া উচিত নয়

আপেল এমন একটি ফল যা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী

এতে ডায়েটরি ফাইবার, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়ামের মতো উপাদান ভরপুর মাত্রায় পাওয়া যায়

এই ফল খেলে বিভিন্ন রোগ দূরে সরিয়ে রাখা যায়

কিন্তু, চলুন জেনে নেওয়া যাক, কোন রোগে আক্রান্তদের এই ফল খাওয়া উচিত নয়

আপেলে প্রচুর পরিমাণে ন্যাচরাল সুগার থাকে। এই পরিস্থিতিতে ডায়াবেটিসের রোগীদের এই ফল খাওয়া উচিত নয়

কিছু মানুষের আপেল খেলে অ্যালার্জি হতে পারে। এতে মজুত উপাদানে অ্যালার্জি বাড়তে পারে

এর পাশাপাশি যাদের ওরাল অ্যালার্জি সিনড্রোম আছে, তারা আপেল খেলে মুখ, গলা ও ত্বকে চুলকানি বা ব্যথা হতে পারে

যাদের পাচনশক্তি দুর্বল, তাদের এই ফল কম খাওয়া উচিত

এতে ফাইবার ও ন্যাচরাল সুগার থাকে। তাই কিছু লোক এই ফল খেলে তাদের বদহজম ও গ্যাসের সমস্যা বাড়তে পারে