অনেকেই বলেন চুলের খুশকি তাড়াতে লেবুর রস কাজে দেয়। অনেকে আবার দইও লাগান চুলে। দই আর লেবুর হেয়ার মাস্ক এমনিতে খুবই প্রচলিত। তবে চুলের গোড়ায় লেবুর রস মাখা কি ভাল ? এতে কি কোনও ক্ষতি হতে পারে চুলের ? লেবুর রসে ছত্রাক-নাশক উপাদান আছে। ফলে তা মাথায় খুশকি দূর করতে সাহায্য করে। দইয়ের সঙ্গে মাথায় মাখলে তা আরও উপকার দেয়। কিন্তু যাদের ত্বকে জ্বালা করে, তাদের লেবুর রস লাগানো উচিত নয়। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।