Image Source: PIXABAY

গরমে Iced Tea-র নাম শুনলে জিবে জল আসে তো? বিভিন্ন ফ্লেভারের মধ্যে আপেল Iced Tea পছন্দ?

বাড়িতেই বানানো যেতে পারে এটি। টুকরো করে আপেল কেটে বীজগুলি সরিয়ে নিন।

এবার একটি সসপ্যান গরম করে কাটা আপেলের টুকরোগুলি তাতে দিয়ে দিতে হবে।

সঙ্গে দিন জল, দারচিনির একটি স্টিক।

আপনার পছন্দের টি-ব্যাগটিও যেন দিতে ভুলে যাবেন না।

একই সঙ্গে মিশিয়ে দিতে হবে চিনিও।

এবার এই মিশ্রণটি ফুটতে দিতে হবে।

গন্ধ বেরোতে শুরু করলে টি-ব্যাগ এবং দারটিনির স্টিক-টি ফেলে দিন।

এবার মিশ্রণটি ঠান্ডা হলে সেটি ভাল করে নাড়িয়ে ছেঁকে নিতে হবে।

সবশেষে, ঠান্ডা মিশ্রণটির সঙ্গে মেশান লেবু, পুদিনা এবং বরফ। আপনার আইসড টি তৈরি।