বাড়িতে বিভিন্ন জিনিস রাখার ক্ষেত্রে অনেকেই বাস্তু নিয়ম মেনে চলেন, একই কথা প্রযোজ্য জুতো রাখার ক্ষেত্রে



বাস্তু অনুযায়ী যেখানে সেখানে জুতো রাখা যায় না



বাস্তু শাস্ত্র অনুযায়ী, জুতোর জায়গা বাদে অন্য যে কোনও জায়াগায় জুতো রাখলে ঝগড়া হতে পারে



উত্তর পূর্ব দিকে জুতো রাখবেন না



মনে করা হয় উত্তর পূর্ব দিকে মা লক্ষ্মী থাকেন, তাই এই দিকে জুতো রাখলে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে



জুতোর জন্য নির্দিষ্ট ব়্যাক বা ক্যাবিনেট রাখুন



ব়্যাক বা ক্যাবিনেট খোলা থাকলে তা থেকে নেতিবাচক পরিবেশ তৈরি হয়



দরজার সামনে জুতো খুলবেন না



ঘরের দরজার সামনে জুতো রাখলে পারিবারিক সমস্যা তৈরি হয়



যে ঘরে ঘুমান সেই ঘরে জুতো রাখলে তার প্রভাব পড়ে বৈবাহিক জীবনে



ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।