ত্বকের চর্চায় অনেকেই আলু ব্যবহার করেন। অনেকের ধারণা, আলুর রস ত্বকের জন্য খুব উপকারী।

আলুতে ভিটামিন সি, বি৬, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা ত্বকের জন্য খুব উপকারী বলেই মনে করা হয়।


তবে ত্বকে আলুর রস ব্যবহার করলে তার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ও হতে পারে। সেগুলি কী কী?



অতিরিক্ত আলুর রস লাগালে ত্বকে জ্বালা ও লালচে ভাব হতে পারে



কাঁচা আলুতে সোলানিন থাকে যা সরাসরি ত্বকে লাগালে অ্যালার্জি বা চুলকানির কারণ হতে পারে



আলুর রস ব্যবহার করলে তার আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। কারণ আলু ত্বকের UV সংবেদনশীলতা বাড়িয়ে দেয়



আলুর রসে যথেষ্ট পরিমাণে স্টার্চ থাকে। এর ফলে ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে।



ত্বকে যদি কোনও কাটাছড়া বা জ্বালাভাব থাকে, তাহলে আলু ব্যবহার করলে বিপদে পড়তে পারেন



আলুর রস ব্যবহার করার আগে প্য়াচ টেস্ট করা জরুরি। নাহলে বিপত্তি হতে পারে



এই বিষয়গুলি খেয়াল রাখলে অবশ্য আলু ব্যবহার করা যেতে পারে।