অ্যালোভেরা জেল ত্বকে নিয়মিত ব্যবহার করতে পারলে একাধিক উপকার পাবেন আপনি। অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার করলে দূর হবে কালচে দাগছোপ। ত্বকের জেল্লা বাড়াতে এবং ত্বক মোলায়েম রাখতে সাহায্য করে অ্যালোভেরা জেল। তবে ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহারের কয়েকটি নিয়ম রয়েছে। সঠিকভাবে ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করলে তবেই আপনি উপকার পাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ত্বকে কীভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন আপনি। প্রথমে ভালভাবে ত্বক পরিষ্কার করে নিন। অর্থাৎ মুখে অ্যালোভেরা জেল লাগানোর আগে ভালভাবে মুখ ধুয়ে নিতে হবে। মুখ ভালভাবে ধোয়ার পর নরম কাপড় দিয়ে মুখ মুছে নিন যাতে জল না থাকে। তারপর অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের আগে ভালভাবে হাত ধুয়ে পরিষ্কার করে নেওয়াও জরুরি। অ্যালোভেরা জেল লাগানোর পর কয়েক মিনিট রেখে তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।