হলুদ দাঁত নিয়ে সমস্যা? মন খুলে হাসতে পারেন না? সমাধান লুকিয়ে আপনার ঘরেই!

Published by: ABP Ananda
Image Source: pexels

দাঁত পরিষ্কার রাখা একদিকে যেমন স্বাস্থ্যের জন্য জরুরি, তেমনই জরুরি সৌন্দর্য্যের জন্যও।

Image Source: pexels

অনেকে রোজ ব্রাশ করার পরেও হলুদ দাঁতের সমস্যায় ভোগেন। জানেন কি, এই সমস্যার সমাধান লুকিয়ে বাড়িতেই!

Image Source: pexels

প্রথমেই অভ্যাস করুন, ২ বার করে ব্রাশ করা। সকালে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে ব্রাশ করুন।

Image Source: pexels

দাঁত সাদা রাখার জন্য জেল জাতীয় পেস্ট ব্যবহার না করাই ভাল। বেছে নিন সামান্য খসখসে পেস্ট

Image Source: pexels

হলুদ দাঁত পরিষ্কার করার জন্য সামান্য বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে পারেন

Image Source: pexels

এই পেস্ট ব্রাশে লাগিয়ে হালকা হাতে রোজ ব্রাশ করলেই দাঁতের হলুদ ছোপ দূর হবে অনেকটা

Image Source: pexels

দাঁতে হলুদ ছোপ পরিষ্কার করার জন্য স্ট্রবেরি ও নুনের পেস্ট তৈরি করে দাঁতের উপর ঘষতে পারেন।

Image Source: pexels

দাঁত পরিষ্কার করার জন্য নারকেল তেলও খুব উপকারী। এতে দাঁতের ছোপ দূর হয়।

Image Source: pexels

নারকেল তেল আঙুলে লাগিয়ে তা হালকা হাতে ১০-১৫ মিনিট দাঁতের ওপর ঘোরান, এরপরে মুখ ধুয়ে ফেলুন।

Image Source: pexels