কোন ভিটামিনের অভাবের ফলে ত্বকে কালি পড়ে যায়

Published by: ABP Ananda
Image Source: PEXELS

সকলেই চায় ত্বক সুস্থ, উজ্জ্বল ও ইভেন টোনড থাকুক

Image Source: PEXELS

কিন্তু অনেকের ত্বক অনুউজ্জ্বল হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে

Image Source: PEXELS

এর পিছনে অনেক কারণ থাকতে পারে যেমন, মানসিক চাপ। বেশি রোদে থাকা, ঘুমের ঘাটতি অথবা হরমোনের ভারসাম্যহীনতা হতে পারে।

Image Source: PEXELS

এছাড়াও কিছু ভিটামিনের ঘাটতি হতে পারে, যা ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে ।

Image Source: PEXELS

চলুন জেনে নেওয়া যাক কোন ভিটামিনের অভাবে ত্বক অনুজ্জ্বল হতে শুরু করে

Image Source: PEXELS

ভিটামিন B12 ও D এর অভাবের ফলে ত্বকের রঙ অনুজ্জ্বল হতে শুরু করে

Image Source: PEXELS

এছাড়াও ভিটামিন বি12 এবং ডি-এর অভাবের ফলে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাও নষ্ট হতে থাকে

Image Source: PEXELS

এদের ঘাটতি পূরণের জন্য আপনি পনির, ব্রকলি, দুধ, দই, ডিম, মাছ এবং চিকেন খেতে পারেন

Image Source: PEXELS

ভিটামিন ডি এর ঘাটতি দূর করার জন্য রোদ লাগানো, সবচেয়ে ভালো এবং প্রাকৃতিক উৎস

Image Source: PEXELS

এছাড়াও অনেক সময় ভিটামিন সি এবং ভিটামিন ই এর অভাবের ফলেও ত্বকের রঙ অনুজ্জ্বল হয়ে যায়।

Image Source: PEXELS