Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - উইকিমিডিয়া@ক্রিয়েটিভ কমনস)

কলাগাছের প্রায় সবটাই আমাদের কাজে লাগে। এর মধ্যে পড়ে থোড়।

Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - উইকিমিডিয়া@ক্রিয়েটিভ কমনস)

থোড় দিয়ে সুস্বাদু সব পদ রাঁধা যায়। এর পুষ্টিগুণও কিছু কম না।

Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - উইকিমিডিয়া@ক্রিয়েটিভ কমনস)

থোড়ে ফাইবারের পরিমাণ অনেকটা । এটি অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে।

Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)

থোড়ের মধ্যে সুগারের পরিমাণ একেবারেই কম। তাই ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন।

Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)

পেট সাফ হয় না রোজ সকালে ? থোড় এই ঝামেলা মেটাতে ওস্তাদ।

Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)

পেট ভরিয়ে রাখে বলে বেশি খিদে পায় না। ওজন কমে দ্রুত।

Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)

ফাইবার ছাড়াও থোড়ের মধ্যে পটাশিয়াম রয়েছে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)

অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা মেটাতে সাহায্য করে থোড়।

Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)

কিডনিতে পাথর হতে দেয় না থোড়। নিয়মিত খেলে কিডনির কার্যক্ষমতা ভাল থাকে।

Image Source: (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)

রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় কলাগাছের কান্ড।