Image Source: Freepik

অনেকের নাক সুড়সুড় করলে শুরু হয় হাঁচি, চলে বেশ কিছুক্ষণ।

Image Source: Freepik

তবে ঠিক কী কারণে হাঁচি হচ্ছে তা বোঝা যায় না সবসময়।

Image Source: Freepik

জানেন কি, স্ট্রেসের কারণেও হাঁচি হতে পারে আপনার ?

Image Source: Freepik

অ্যালার্জির মত চড়া আলো, উগ্র গন্ধ কিংবা হঠাৎ ঠান্ডাতেও হাঁচি হতে পারে।

Image Source: Freepik

আবার ভয়, হতাশার কারণেও হাঁচি হতে পারে আপনার।

Image Source: Freepik

কোনও কোনও বিশেষজ্ঞের মতে, স্ট্রেসের কারণে বারবার হাঁচি হতে পারে।

Image Source: Freepik

স্ট্রেস শরীরে অ্যাড্রিনালিন, হিস্টামিন, কর্টিসল ক্ষরণ বৃদ্ধি করে।

Image Source: Freepik

এগুলি অ্যালার্জিকে বাড়িয়ে তোলে, আর তা থেকেই হাঁচি হতে পারে।

Image Source: Freepik

উদ্বেগের সময় হিস্টামিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই হাঁচি শুরু হয়।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।