মাঝে মাঝেই মনে হয়, আপনাকে ঠকিয়ে যাচ্ছে মানুষ ?



বারবার তাড়িয়ে বেড়াচ্ছে কারও বিশ্বাসঘাতকতা ?



সকলে হয়ত বলছেন, ক্ষমা করে দিতে, কিন্তু আপনি পারছেন না।



বারবার মনটা তছনছ করে দিচ্ছে অতীতের অভিজ্ঞতা ? ক্ষমা করা কি এতটাই সহজ?



না, ক্ষমা করা মোটেই সহজ নয়, প্রয়োজন।



গৌরগোপাল দাস বলছেন, ক্ষমা করুন, আপনার নিজের কথা ভেবেই। অন্যের কথা ভেবে নয়।



আপনার কাছে যিনি অপরাধী, তাঁর দুষ্কর্মটা ভুলবেন না, কিন্তু মনে মনে ক্ষমা না করে দিলে আপনিই এগোতে পারবেন না



ক্ষমা করতে পারলে , তবেই এগিয়ে যেতে পারবেন জীবনে। নাহলে সেই স্মৃতিগুলোই আপনাকে পিছনে টেনে রাখবে।



তাই গৌরগোপালের পরামর্শ ক্ষমা করুন, কিন্তু ভুলে যাবেন না। এগিয়ে চলুন।