প্রবল দাবদাহের পর বাংলা জুড়ে স্বস্তির বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভালবাসেন এমন লোকের অভাব নেই। বেশি বৃষ্টিতে ভিজলে আবার অনেকের ঠান্ডা লেগে যায়। কিন্তু জানেন বৃষ্টিতে ভেজারও কী উপকার ? বৃষ্টির জলে এমন অনেক খনিজ আছে যেগুলি উপকারী। চুলের গোড়া মজবুত করে বৃষ্টির জল। ত্বকের আর্দ্রতা বজায় রাখে বৃষ্টির জল, ময়লা দূর করে। বৃষ্টিতে ভেজার সময় শরীর থেকে নির্গত হয় সেরাটোনিন ও এন্ডোরফিন। এই দুই হরমোন শরীরে স্ট্রেস কমায়, উদ্বেগ কমায়। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।