অনেকেই পছন্দ ধবধবে সাদা রঙের জামা। কিন্তু সেটা মেনটেইন করা খুব কঠিন



গরম ও আর্দ্র আবহাওয়ায় খুব ঘাম হয়, সেই কারণে অল্প কদিনেই হলদেটে হতে পারে সাদা জামা বা কাপড়।



এছাড়া অনেকের বাড়ির জলে ভয়ানক আয়রন থাকে, সেই জলে কাপড় কাচলেও সাদা জামা-কাপড় হলুদ হতে পারে



এই হলদেটে ভাব থেকে বাঁচার জন্য নীল বা বাজারচলতি রাসায়নিক রয়েছে কিন্তু তা না থাকলেও রয়েছে ঘরোয়া উপায়।



বাড়িতে অ্যাকোয়াগার্ড থাকলে, সেই পরিস্রুত জল দিয়ে শখের সাদা জামা বা কাপড়টা ধুয়ে নিন। হলদেটে হবে না



অল্প গরম জলে কিছুক্ষণ সাবান দিয়ে ভিজিয়ে রেখে তারপর কাচুন



সাবান জলের সঙ্গে কাপড়ের পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে সেখানে বেশ কিছুক্ষণ জামা ভিজিয়ে রেখে তারপর কেচে নিন।



ঘরে থাকা ভিনিগার ব্যবহার করুন। কাচার আগে বেশ কিছুক্ষণ ভিনিগার মিশিয়ে জলে চুবিয়ে রাখুন সাদা জামা



এছাড়াও কেচে নেওয়ার পর সামান্য নীল জলে গুলে ভিজিয়ে রাখতে পারেন। তবে পরিমাণ গন্ডগোল হলেই জামা নীলচে হয়ে যাবে



কোনওরকম ভাবে বাড়িতে ব্যবহারের ব্লিচিং পাউডার সাদা জামায় ব্যবহার করবেন না। জামা আরও সাদা হোক বা না হোক, কাপড় নষ্ট হবেই।