এক কোয়া রসুনেই দূর হবে ব্রণ ? রসুনের অনেক উপকার আছে, ভেষজ গুণে ভরপুর। ত্বকে ব্রণর সমস্যা দূর করতে পারে এক টুকরো রসুন। কাঁচা রসুন খেলে অনেক রোগের ঝুঁকি কমে। অনেকেই মনে করেন রসুনের কোয়া ত্বকের ঔজ্জ্বল্য আনতে পারে। এতে অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রদাহনাশক উপাদান আছে। খালি পেটে কাঁচা রসুন খেলে চুলকুনি, ফুস্কুরির সমস্যা দূর হবে। ত্বকে ব্রণর ব্যাকটেরিয়া দূর করতে পারে এই রসুন। ত্বকের শুষ্কতা দূর করে এই রসুন। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।