মিষ্টিজাতীয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কি নোনতা খাবার খাওয়া উচিত নয় ? অনেকেই মিষ্টি খাওয়ার পর একটু নোনতা খেতে চায় কিন্তু, জানেন কি মিষ্টি খাওয়ার পর নোনতা খেলে শরীরে তার খারাপ প্রভাব পড়ে ? মিষ্টির পর নোনতা খেলে আমাদের শরীরে তার খারাপ প্রভাব পড়ে নোনতা খেলে পেট ফোলে, গ্যাস ও বদহজমের মতো সমস্যা হয় মিষ্টির পর নোনতা খেলে জিভের স্বাদ নেওয়ার ক্ষমতা প্রভাবিত হতে পারে এতে অন্য ভোজনের স্বাদ অনুভব করা কঠিন হয়ে ওঠে মিষ্টি ও নোনতাজাতীয় খাবার, দুইয়েই ক্যালোরি বেশি থাকে একসঙ্গে খেলে আপনার ওজন বাড়তে পারে এই পরিস্থিতিতে মিষ্টি ও নোনতাজাতীয় খাবার পরপর খাওয়া পরিত্যাগ করা উচিত