শুষ্ক ত্বক? খসখসে হয়ে যাচ্ছে? দায়ী এই ভিটামিনের অভাব।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকাল নয় কিন্তু খসখসে হয়ে যাচ্ছে দেহের ত্বক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সাদা সাদা দাগ উঠে আসছে। নখের আঁচড় দিলে দাগ হয়ে যাচ্ছে। এমনটা কী হচ্ছে?

Published by: ABP Ananda
Image Source: Pexels

গরম বা বর্ষাতেও ত্বকের ঔজ্জ্বল্য থাকছে না। ক্রমশ ফেটে ফেটে যাচ্ছে ত্বক। সমস্যা কোথায়?

Published by: ABP Ananda
Image Source: Pexels

Cleveland clinic -এর ওয়েবসাইট জানাচ্ছে, এই বিষয়টির পিছনে থাকতে পারে ভিটামিন এ-এর অভাব।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বক ভাল রাখতে ভিটামিন এ-এর গুরুত্ব অপরিসীম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শুধু ত্বক নয়। চোখ, ফুসফুস, রোগ প্রতিরোধ শক্তি ঠিক রাখার জন্য় এটি প্রয়োজনীয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মানবদেহ নিজে থেকে ভিটামিন এ তৈরি করতে পারে না। ফলে খাদ্যের মাধ্যমে আমাদের পর্যাপ্ত ভিটামিন এ শরীরে জোগাড় করতে হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন এ- এর অভাবেই শীতকাল ছাড়াও অন্যান্য মরশুমে আপনার ত্বক অত্যন্ত রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels