ত্বকের যত্ন নিতে বেসনের জুড়ি মেলা ভার। ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে, মৃত কোষ নির্মূল করতে দারুণ স্ক্রাবার হিসেবে কাজ করে বেসন। দইয়ে খানিক মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে দই। পিগমেন্টেশন কমায়। সূর্যের তেজে ত্বকের ক্ষতি নিরাময় করে মধু। অ্যালোভেরার গুণের শেষ নেই। ট্যান তুলতেও দারুণ উপকারী। ত্বকের জ্বালাভাব কমায়, ত্বককে ঠান্ডা করে অ্যালোভেরা জেল। টমেটোয় প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্টস থাকে। শরীরে কোলাজেনের পরিমাণ বাড়ায়। এতে lycopene থাকে যা প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে। শশাও দুর্দান্ত ত্বক ঠান্ডা করতে পারে। রোদে জ্বলে গেলে তা পরিষ্কারেও সহায়ক। এর সঙ্গে কাচা দুধ মেশালে তা নিমেষে উজ্জ্বল করে ত্বক। আর্দ্রও করে ত্বককে। আলুর রসও ত্বক ট্যান পরিষ্কারে খুব উপকারী। পাতলা ও সেনসিটিভ ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে এর ব্যবহার হয়। ড্যামেজ নিরাময়ে খুবই সাহায্য করে। আনারসে থাকে Bromelain উৎসেচক থাকার কারণে ত্বক সারাতে সাহায্য করে। প্রদাহ কমায়। ভিটামিন এ ও সি-এর উপস্থিতি সূর্যের দ্বারা ড্যামেজ সারায়। পেঁপে খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও উপকারী। এর সঙ্গে মধু মিশিয়ে ত্বকের ট্যান তোলার জন্য অত্যন্ত ভাল কাজ দেয়। শুধু ফল বা দুধই নয়। মুসুর ডাল ত্বকের ট্যান তুলতে সাহায্যকারী। যদি ত্বকে ব্রণর সমস্যা থাকে তাহলে বিশেষ উপকারী। ওটস ও বাটারমিল্ক ত্বকের ট্যান তুলতে সাহায্য করে। ত্বকের নোংরা পরিষ্কার করে, ত্বকের মান বাড়ায় এই মিশ্রণ।