মোগলাই রান্নার অন্যতম জরুরি উপাদান জাফরান। নানা বাহারি পদের জন্য এটি জরুরি।

Published by: ABP Ananda

রান্নায় স্বাদ-গন্ধে ম্যাজিক আনতে ব্যবহার হয় এটি।

Published by: ABP Ananda

ওষধি হিসেবেও জাফরানের বহুল ব্যবহার রয়েছে।

Published by: ABP Ananda

বহুমূল্য এই মশলা খোলা বাজারে বিক্রি হয়। কিন্তু ভেজাল মেশানোও হয় এতে। এমন ঘটনাও সামনে এসেছে।

Published by: ABP Ananda

আপনার জাফরান নকল নয় তো? কীভাবে বুঝবেন? কী দেখে চিনবেন?

Published by: ABP Ananda

আসল জাফরানের স্ট্রিংগুলি লম্বা এবং সুতোর মতো। নকল হলে অসমান হবে এবং এক-একটি আলাদা হবে।

Published by: ABP Ananda

আসল জাফরানের ঔজ্জ্বল্য রয়েছে। আলোর আনলে সেটা ভাল বোঝা যাবে। কিন্তু নকল হলে সেটা দেখা যাবে না।

Published by: ABP Ananda

গন্ধই জাফরানের আসল পরিচয়। মিষ্টিমতো, একটু Earthy গন্ধ হবে আসল হলে। নকল হলে গন্ধে বোঝা যাবে। সময়ের সঙ্গে গন্ধ মিলিয়ে যাবে।

Published by: ABP Ananda

আসল জাফরান দাঁতে কাটলে একটু তিতকুটে, কষাটে স্বাদ মিলবে। নকল হলে মিষ্টিভাব লাগতে পারে।

Published by: ABP Ananda

সাধারণত ভাল ব্র্যান্ডের এবং ঠিক জায়গা থেকে কিনলে ঠকার আশঙ্কা কম থাকে।

Published by: ABP Ananda