পেঁয়াজ কি সত্যি করেই চুলপড়া রোধ করতে পারে ? চুল পড়লে তা নিয়ে চিন্তায় থাকেন মানুষজন কিন্তু, আপনি কি জানেন যে পেঁয়াজ সত্যি করেই চুল পড়া ঠেকাতে পারে ? পেঁয়াজের রস চুল ঝরে পড়া ঠেকাতে সাহায্য করে এতে সালফার রয়েছে। যা চুলের ভিত মজবুত করে চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে পেঁয়াজের রস লাগালে মাথার ত্বকের অংশে রক্ত সঞ্চালন ভাল হয় যা চুলের গোড়ায় পুষ্টি জোগায় এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান স্কাল্পকে সংক্রমণ থেকে বাঁচায় এর নিয়মিত ব্যবহারেই উপকার মেলে