হার্ট ভাল রাখার জন্য নিয়মিত আমন্ড খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রোজ সকালে দু থেকে তিনটে আমন্ড খেতে পারেন। জলে ভিজিয়ে আমন্ড খেলে সবচেয়ে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সবুজ শাকপাতা জাতীয় সবজি সবসময়েই হার্টের জন্য ভাল। খেতে পারেন পালংশাক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সবুজ রঙের অন্যান্য শাকসবজিও হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভাল। তাই এই জাতীয় খাবার মেনুতে রাখুন অবশ্যই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিভিন্ন ধরনের জাম হার্টের জন্য ভাল। জামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জামজাতীয় ফলে থাকা অ্যান্টঅক্সিডেন্টস খেয়াল রাখে হৃদযন্ত্রের স্বাস্থ্যের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গ্রিন টি খাওয়া হার্টের স্বাস্থ্যের পক্ষে ভাল। এছাড়াও এই চা ওজন কমাতে দারুণ ভাবে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হার্টের সমস্যা এড়াতে চাইলে দিনে কয়েকবার গ্রিন টি খেতে পারেন। তাই বলে প্রচুর গ্রিন টি খাবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অ্যাভোকাডো খাওয়া স্বাস্থ্যের পক্ষে সার্বিক ভাবেই ভাল। এই উপকরণ হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অ্যাভোকাডো মূলত ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমায়। তার ফলে ভাল থাকে আমাদের হার্ট।

Published by: ABP Ananda
Image Source: Pexels