পেটের মেদ দ্রুত ঝরাতে চাইলে খেতে হবে শাকসবজি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পেটের মেদ ঝরাতে চাইলে কোন কোন সবজি খাবেন, জেনে নেওয়া যাক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পালংশাক খেলে সহজে আপনার পেটে জমে থাকা মেদ কমবে। এই শাক মেটাবলিজম রেট বাড়ায়। ফলে নিয়ন্ত্রণে থাকে ওজন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পালংশাকে রয়েছে ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম। এই দুই উপকরণ পেটের মেদ ঝরাতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রকোলি একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। একাধিক পুষ্টি উপকরণ রয়েছে ব্রকোলির মধ্যে। ওজন কমায় সবুজ রঙের এই ফুলকপি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন কে রয়েছে ব্রকোলির মধ্যে। মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমাতে এই সবজি সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বেশিরভাগ লোকই কুমড়ো খেতে মোটেই পছন্দ করে না। অথচ এই সবজি খেলে খুব কম সময়ে পেটের মেদ কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কুমড়োয় ক্যালোরি কম। ফাইবারের পরিমাণ বেশি। এছাড়াও রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন কে। এই সব উপকরণই স্বাস্থ্যের পক্ষে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গাজর খেলে ওজন কমে একথা অনেকেই জানেন। গাজর খেলে পেটে জমে থাকা চর্বি বা মেদও সহজে কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গাজরের মধ্যে ক্যালোরির পরিমাণ কম। যদি কাঁচা গাজর খেতে পারেন তাহলে পেটের মেদ ঝরবে খুব কম সময়ে।

Published by: ABP Ananda
Image Source: Pexels