মুখের স্বাস্থ্য ভাল রাখে লবঙ্গ

Published by: ABP Ananda

মাড়ি এবং দাঁতের ব্যথা কমায়, ব্যাক্টেরিয়া মারতে সাহায্য করে

Published by: ABP Ananda

হজমে সহায়ক লবঙ্গ

Published by: ABP Ananda

ফাইবার এবং অ্য়ান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লবঙ্গ, যা হজমে সহায়ক

Published by: ABP Ananda

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে

Published by: ABP Ananda

লবঙ্গতে থাকে ভিটামিন C, প্রতিদিন একটা খেলে একাধিক রোগ থাকবে দূরে

Published by: ABP Ananda

সর্দি কাশি দূরে রাখতে পারে লবঙ্গ

Published by: ABP Ananda

প্রতিদিন একটা লবঙ্গে চিবিয়ে অথবা চা, স্যুপের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়

Published by: ABP Ananda

লবঙ্গের গন্ধে দূর হয় স্ট্রেস, মুখে রাখলে মানসিক ভাবে শান্ত অনুভব করতে পারেন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda