সকালে ঘুম থেকে উঠে হঠাৎ মনে হচ্ছে কানে ব্যথা। এমন হচ্ছে না কিন্তু হাঁ করলেই একটা অস্বস্তি হচ্ছে
অনেকসময় খেতে গিয়ে চিবোনোর সময় কানে ও চারপাশে একটা অস্বস্তি ও ব্য়থা- এমনটাও অনেকসময় মনে হয়
কানে ব্য়থা অসহনীয়। হাঁ করলে বা চিবোতে গেলেও এই সমস্যা অনেকেরই হয়ে থাকে। কিন্তু কেন এমন হয়?
কানের ব্যথা বা কানে কোনও সমস্যার অনেক কারণ থাকতে পারে। কান, নাক বা গলায় সংক্রমণের কারণে এমন হতে পারে
এছাড়া, মেডিক্যাল নিউজ টুডে জার্নাল অনুযায়ী Temporomandibular Joint Dysfunction-এর কারণেও এমন ব্য়থা হতে পারে।
চোয়ালের হাড় বা পেশির ক্ষতি হলে অনেকসময় খেতে, চিবোতে বা গিলতে ব্য়থা হয়ে থাকে।
দাঁতের সংক্রমণ থেকেও এমন ব্যথা হতে পারে। কানেও ছড়িয়ে পড়তে পারে ব্য়থা।
অনেকসময় ঠান্ডা লাগলেও এমন ব্যথা হয়ে থাকতে পারে। আরও নানা কারণ থাকতে পারে বলে জানাচ্ছে Healthline ওয়েবসাইট।
প্রয়োজনে অল্প সেঁক দিলে অনেকসময় আরাম লাগে। তবে সমস্যা বাড়াবাড়ি হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।