জোরে চুল আঁচড়ালে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে

Published by: ABP Ananda

চুল পুরোপুরি না শুকিয়ে ভেজা চুলে শুয়ে পড়লে আরও বেশি খুসকি হতে পারে

Published by: ABP Ananda

নিয়মিত শ্যাম্পু করলে তেল এবং নোংরা জমতে পারে না

Published by: ABP Ananda

টেনে চুল বাধার অভ্যাস ত্যাগ করতে হবে

Published by: ABP Ananda

টেনে চুল বাধার জন্য চুলের গোড়ায় টান পড়ে তাতে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে

Published by: ABP Ananda

সারা রাত চুলে তেল মেখে ঘুমাবেন না

Published by: ABP Ananda

বারবার চুল ধোয়ার জন্যও চুল নষ্ট হয়ে যেতে পারে

Published by: ABP Ananda

নির্দিষ্ট সময় অন্তর চুল কাটতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda