কোষের ক্ষতি রোধ করে ভিটামিন C যুক্ত আমলকি, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে বাড়ায় ক্যালসিয়াম

Published by: ABP Ananda

আমলার নির্যাস কারি পাতার সঙ্গে মিশিয়ে পেস্ট করে মাখলে পাকা চুল কমতে পারে

Published by: ABP Ananda

শিকাকাই পাউডার এবং দই মিশিয়ে চুলের বিভিন্ন অংশে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

চা পাতার সঙ্গে পেস্ট করে নিন তুলসি পাতা, এই প্যাক লাগালে কমবে পাকা চুল

Published by: ABP Ananda

সম পরিমাণ চা এবং তুলসি পাতা রোস্ট করে তা ফুটিয়ে নিন, ওই জল দিয়ে সপ্তাহে দু থেকে তিন বার চুল ধুতে পারেন

Published by: ABP Ananda

রাতভর হেনা এবং কফি পাউডার ভিজিয়ে রাখুন, সকালে ডিম মিশিয়ে চুলে মেখে নিন, শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

এতে চুলের রঙের যেমন পরিবর্তন হয় তেমনই এই মিশ্রণ কন্ডিশনার হিসেবেও কাজ করে

Published by: ABP Ananda

চা পাতা দিয়ে জল ফুটিয়ে নিন, ঠান্ডা হয়ে গেলে শ্যাম্পু করার পর তা চুলে দিয়ে দিন

Published by: ABP Ananda

চা ২ ঘণ্টা ভিজিয়ে পেস্ট করে নিন, তাতে মিশিয়ে দিন লেবুর রস; আধ ঘণ্টা মেখে রেখে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda