খাওয়াদাওয়ার পর পান খাওয়ার রীতি এদেশে বহু যুগ ধরে চলে আসছে, যার একাধিক স্বাস্থ্যকর দিকও আছে

Published by: ABP Ananda

হজমে সহায়ক এনজ়াইম সক্রিয় করতে পারে পান, অ্যাসিডিটি কমে এবং পেট ফাঁপা দূর হয়

Published by: ABP Ananda

অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে পানে, যা খাওয়াদাওয়ার পর খেলে বদহজমের আশঙ্কা কমে

Published by: ABP Ananda

পানের ঠান্ডা অনুভূতি স্ট্রেস কমাতে পারে এবং ডোপামিন ও সেরোটনিন নিঃসরণে মুড ভাল হয়

Published by: ABP Ananda

প্রাকৃতিকভাবে শরীরকে ডিটক্সিফাই করে পান, কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট

Published by: ABP Ananda

অক্সিডেটিভ স্ট্রেস কমায় পান, ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা রাখে নিয়ন্ত্রণে

Published by: ABP Ananda

অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং প্রদাহ বিরোধী উপাদান থাকায় সর্দি-কাশির মতো সমস্যা কমায়

Published by: ABP Ananda

মেটাবলিজ়ম বাড়াতে পারে পান পাতা, পাশাপাশি এনার্জি বাড়ে এবং ওজন থাকে নিয়ন্ত্রণে

Published by: ABP Ananda

মুখের ভেতরের অংশ ফ্রেশ রাখে, ব্যাক্টেরিয়া নির্মূল করতে পারে পান

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda