চিয়া সিডস দেখতে ছোট হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট
Published by: ABP Ananda
March 18, 2025
একাধিক খাবারে চিয়া সিডস মিশিয়ে খাওয়ার পাশাপাশি রাতে জলে মিশিয়ে খেলেও উপকার মিলতে পারে
Published by: ABP Ananda
March 18, 2025
রাতে চিয়া সিডস জলের সঙ্গে মিশিয়ে খেলে হজম হয় দ্রুত, পেটের স্বাস্থ্য ঠিক থাকে এবং পেট ফাঁপা দূর হয়
Published by: ABP Ananda
March 18, 2025
এতে ফাইবার থাকায় পেট ভরা থাকে দীর্ঘক্ষণ, ক্রেভিংয়ের আশঙ্কাও দূর করে
Published by: ABP Ananda
March 18, 2025
মন শান্ত করতে পারে এই বীজ, এতে রয়েছে ট্রিপ্টোফ্যান, যা রাতের ঘুম ভাল করতে পারে
Published by: ABP Ananda
March 18, 2025
রাতভর হাইড্রেট রাখে শরীর, এমনকী ডিহাইড্রেশনের কারণে ক্লান্তি এবং মাথা যন্ত্রণা কমায়
Published by: ABP Ananda
March 18, 2025
মেটাবলিজ়ম বাড়াতে পারে এই বীজ, পাশাপাশি পেশির গঠন এবং পরের দিনের কাজের এনার্জিও জোগায়
Published by: ABP Ananda
March 18, 2025
প্রদাহ দূর করতে কার্যকরী, পেশির ব্যথা, জয়েন্টের ব্যথা কমাতে পারে চিয়া সিডস
Published by: ABP Ananda
March 18, 2025
রাতে এই বীজে ভেজানো জল খেলে লিভারের কার্যকারিতা ঠিক থাকে এবং প্রাকৃতিকভাবে শরীর ডটক্সিফাই হয়
Published by: ABP Ananda
March 18, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।