আজকাল অনেক মহিলার শরীরেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা দেখা যায়। এই সমস্যায় ত্বকে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে।



PCOS- এর সমস্যায় আপনার ত্বকে অতিরিক্ত চুল এবং লোমের বৃদ্ধি দেখা দিতে পারে। এই সমস্যা অবহেলা করবেন না।



PCOS- এর সমস্যা থাকলে মূলত আপনার মুখে, বুকে এবং পিঠের দিকে অতিরিক্ত চুলের বৃদ্ধি দেখা দিতে পারে।



PCOS- এর সমস্যায় আমাদের ত্বকে ছোট ছোট মাংসপিণ্ড তৈরি হতে দেখা যেতে পারে।



PCOS- এর সমস্যা থাকলে মূলত বগলের চারপাশে এবং ঘাড়ের কাছে এই ধরনের ছোট ছোট মাংসপিণ্ড দেখতে পাওয়া যায়।



আপনার ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যেতে পারে PCOS- এর সমস্যা থাকলে। অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যায় PCOS- এর সমস্যায়।



অ্যান্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি পেলে ত্বকে সিবাম প্রোডাকশন বেড়ে যায় এবং তার জেরেই ত্বক অত্যন্ত অয়েলি হয়ে যায়।



PCOS থাকলে আমাদের শরীরে বিভিন্ন হরমোনের মাত্রায় অসামঞ্জস্য দেখা যায়। এর প্রভাবে ক্রমশ পাতলা হতে পারে চুল।



PCOS- এর কারণে মাথার সামনের অংশ থেকে চুল পড়তে পারে বেশি। এছাড়াও ত্বকে হঠাৎ করেই একটু বেশি মাত্রায় ব্রন দেখা দেয়।



PCOS- এর কারণে মুখের নীচের দিকে চোয়ালের অংশ বরাবর, থুতনি সংলগ্ন এলাকায় ব্রন বেশি পরিমাণে দেখা দিতে পারে।