নানা দামি প্রসাধনী ব্যবহারের অভ্যেস তো আমাদের অনেকেরই আছে।

Published by: ABP Ananda
Image Source: pexels

তবে কম খরচে, ত্বকের হাজারো সমস্যা থেকে রেহাই দিতে পারে সহজলভ্য কিছু জিনিস

Image Source: pexels

ঘরোয়া প্রতিকার ব্যবহার করেও দারুণ ফল মিলতে পারে। ত্বকের নানা সমস্যা থেকে রেহাই মিলতে পারে।

Image Source: pexels

রান্নাঘরে নুন আছে তো? নুন জল দিয়ে মুখও ধোয়ার উপকার ভাবতেও পারবেন না।

Image Source: pexels

আপনি জানেন কি, নুন জল দিয়ে মুখ ধুলে কী হয়?

Image Source: pexels

আসলে নুন জলের মধ্যে স্বাভাবিকভাবে কিছু ব্যাকটেরিয়া নষ্ট করার ক্ষমতা থাকে।

Image Source: pexels

তাই নুন জল দিয়ে মুখ ধুলে ব্রণর সমস্যা কমে। কমে প্রদাহও।

Image Source: pexels

নুন জল দিয়ে মুখ ধুলে ত্বকের ছিদ্রগুলি ছোট হয়ে যায়। ত্বক থেকে তেল দূর হতে পারে।

Image Source: pexels

নুন জল দিয়ে মুখ ধুলে মৃত চামড়া তুলতে সাহায্য করে।

Image Source: pexels

নুন জল ত্বককে প্রাকৃতিকভাবে ডিটক্সিফাই । ত্বক থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়।

Image Source: pexels