শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখতে আমলকি খান অনেকেই, যা সকাল সকাল খেলে আরও ভাল ফল মেলে

Published by: ABP Ananda

গরম জলে আমলা পাউডার মিশিয়ে খেলে প্রাকৃতিকভাবে ডিটক্সিফাই হতে পারে শরীর

Published by: ABP Ananda

ফাইবারে সমৃদ্ধ হওয়ায় পেটের স্বাস্থ্যের খেয়াল রাখে, গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে কোষ্ঠাকাঠিন্য দূর হয়

Published by: ABP Ananda

এই পানীয়র ফলে বাড়ে মেটাবলিজ়ম, ক্যালোরি কমায়, যার ফলে কমতে পারে ওজনও,

Published by: ABP Ananda

ভিটামিন C সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, দূরে রাখে জ্বর, কাশির মতো সমস্যা

Published by: ABP Ananda

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পারে আমলা, ফলে ডায়বেটিকদের জন্য উপকারী এই পানীয়

Published by: ABP Ananda

প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয় ত্বক, কোলেজেনের বৃদ্ধিতে সাহায্য করে, নির্মূল করে ব্রণ

Published by: ABP Ananda

চুল গোড়া থেকে মজবুত করতে পারে, খুসকি কমে এবং চুল পড়া রোধ করে

Published by: ABP Ananda

খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীরের প্রয়োজনীয় কোলেস্টেরল মাত্রা বজায় রাখতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda