লম্বা ঘন মসৃণ চুলের স্বপ্ন দেখছেন? কিন্তু বাজারের প্রচলিত ট্রিটমেন্ট বা প্রোডাক্টের দাম শুনে পিছিয়ে আসছেন?

Published by: ABP Ananda

চিন্তা নেই। এবার বাড়িতেই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করুন বিশেষ তেল। সহজেই বাড়বে চুল। রইল উপকরণ ও প্রক্রিয়া।

Published by: ABP Ananda

অলিভ তেল, এক্সট্রা ভার্জিন নারকেল তেল, ক্যাস্টর তেল, গুঁড়ো লবঙ্গ, শুকনো রোজমেরি, কালো জিরে, লেমন ও স্যুইট অরেঞ্জ এসেনসিয়াল অয়েল।

Published by: ABP Ananda

একটি পরিষ্কার শুকনো কাচের জারে অলিভ তেল, নারকেল তেল ও ক্যাস্টর তেল মিশিয়ে নিন ভাল করে।

Published by: ABP Ananda

এর সঙ্গে গুঁড়ো লবঙ্গ, শুকনো রোজমেরি ও কালো জিরে মিশিয়ে নিন।

Published by: ABP Ananda

সব শেষে লেমন এসেনসিয়াল অয়েল ও স্যুইট অরেঞ্জ এসেনসিয়াল অয়েল মেশান এর সঙ্গে।

Published by: ABP Ananda

এরপর পাত্রের মুখ ভাল করে বন্ধ করে ঝাঁকিয়ে নিন। বা ভাল করে গুলিয়ে নিন যাতে সব উপাদান মিশে যায়।

Published by: ABP Ananda

এরপর জারটিকে অন্তত ১ সপ্তাহ ঠান্ডা, অন্ধকার স্থানে রেখে দিন যাতে তেলটা সঞ্চারিত হতে পারে।

Published by: ABP Ananda

১ সপ্তাহ পরে মিশ্রণটি ছেঁকে নিন ভাল করে। চুল দীর্ঘ হওয়ার তেল আপনার তৈরি।

Published by: ABP Ananda

তাহলে অপেক্ষা কীসের? এখনই উপাদান সংগ্রহ করে তৈরি করে নিন এই সহজ তেলটি।

Published by: ABP Ananda