টক দই একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। অনেকেই সারাবছর বাড়িতে ভাত-পাতে টক দই খেয়ে থাকেন।

Published by: ABP Ananda

গরমের দিনে টক দই দিয়ে তৈরি ঘোল কিংবা শরবত খেলেও শরীর ঠান্ডা থাকে।

Published by: ABP Ananda

যাঁরা ওজন কমাতে কড়া ডায়েট করেন তাঁরা দিনে একবার টক দই আর শসা মিশিয়ে রায়তা বানিয়ে খেতে পারেন।

Published by: ABP Ananda

টক দইয়ের টক স্বাদের জন্য অনেকে চিনি মিশিয়ে খান। আবার অনেকে নুন দিয়ে টক দই খেতে পছন্দ করেন। বিশেষ করে বিট লবণ।

Published by: ABP Ananda

চলুন জেনে নেওয়া যাক টক দইয়ে চিনি মিশিয়ে খেলে বেশি উপকার নাকি নুন মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন।

Published by: ABP Ananda

টক দইয়ের মধ্যে চিনি মিশিয়ে খেলে এই উপকরণ আলাদা করে অতিরিক্ত সুগার যুক্ত হচ্ছে যা স্বাস্থ্যের পক্ষে কখনই ভাল নয়।

Published by: ABP Ananda

টক দই ওজন কমায়। কিন্তু চিনি যোগ করা মানেই অ্যাডেড সুগার। ফলে এই খাবারে যুক্ত হল ক্যালোরি। অতএব চিনি মিশিয়ে টক দই না খাওয়াই ভাল।

Published by: ABP Ananda

টক দইয়ের মধ্যে নুন মেশানো মানে সোডিয়াম যুক্ত হবে যা আমাদের শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণ সঠিক মাত্রায় বজায় রাখবে।

Published by: ABP Ananda

তবে টক দইয়ের মধ্যে নুন মেশালে তা খুব সামান্য পরিমাণে দিতে হবে। নাহলে বাড়তে পারে ব্লাড প্রেশারের মাত্রা।

Published by: ABP Ananda

সবচেয়ে ভাল হয় টক দই এমনি খেলে। চিনির তুলনায় নুন মেশানো ভাল। তবে নুনের পরিমাণ বেশি হলে অ্যাসিডিটি হতে পারে।

Published by: ABP Ananda