রোজ সকালে খালি পেটে আখরোট খেতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রতিদিন দু থেকে তিনটি আখরোট খেলে একাধিক উপকার পাবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আখরোট খেলে আমাদের স্মৃতিশক্তি প্রখর হয়। মস্তিষ্ক উর্বর হয়। সক্রিয় এবং সজাগভাবে কাজ করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পলিফেনলস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে আখরোটের মধ্যে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আখরোট ব্লাড প্রেশারের মাত্রা কমায়। এছাড়াও নিয়ন্ত্রণ রাখে কোলেস্টেরলের পরিমাণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে আপনার হার্ট ভাল থাকবে। সহজে হার্ট অ্যাটাক হবে না। স্ট্রোকের ঝুঁকিও কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আখরোট কার্ডিওভাস্কুলার সিস্টেম ভাল রাখে। তাই আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য এই বাদাম ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফাইবার, প্রোটিন এবং হেলদি ফ্যাট সম্পন্ন আখরোট খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ক্যালোরির পরিমাণ বেশ বেশি আখরোটে। তাই দু থেকে তিনটির বেশি খাবেন না। ভিটামিন ই রয়েছে আখরোটে। তাই ভাল রাখে চুল এবং ত্বক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায় আখরোট। নিয়ন্ত্রণে রাখে ব্লাড সুগারের মাত্রা। প্রচুর মিনারেলস রয়েছে আখরোটের মধ্যে।

Published by: ABP Ananda
Image Source: Pexels