ত্বকের পরিচর্যায় জুড়ি নেই গোলাপ জলের মুখে গোলাপ জল লাগালে উপকারও পাবেন গোলাপ জল প্রাকৃতিক টোনার মুখ পরিষ্কার রাখে, ক্রিম ভাল ভাবে বসে গরমে ত্বককে ঠান্ডা রাখে ত্বক তরতাজা থাকে গোলাপ জলে বার্ধক্য ছাপ বসাতে পারে না চোখের নীচের কালো দাগ দূর হয় ত্বক উজ্জ্বল হয়, ত্বকের স্বাস্থ্য বজায় থাকে দাগ-ছোপ হালকা হয়