অনেকেরই নুন জলে স্নান করেন। এই অভ্যাস ভাল নাকি ক্ষতিকারক?

Published by: ABP Ananda
Image Source: pexels

নুন আমাদের শরীরের পক্ষে জরুরি। জলে নুন মিশিয়ে স্নান করলে শরীরে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।

Image Source: pexels

বিশেষ করে যাঁদের শরীরে বিভিন্ন ব্যথার সমস্যা থাকে, তাঁদের পক্ষে নুন জলে স্নান করা ভীষণ উপকারী।

Image Source: pexels

অনেকেই বলেন, জলে একটু নুন ফেলে স্নান করলে স্ট্রেস কমে যায়। মানসিকভাবে অনেক শান্ত থাকা যায়।

Image Source: pexels

যদি শারীরিকভাবে খুব ক্লান্ত অনুভূত হয়, তাহলে জলে নুন ফেলে স্নান করলে ক্লান্তি দূর হবে।

Image Source: pexels

জলে নুন দিয়ে স্নান করলে পেশীর ব্যথা কমে যেতে পারে। ত্বকের জন্য ও ভাল নুন জলে স্নান।

Image Source: pexels

মাথা ব্যথা করলে, নুন জলে স্নান করলে উপকার মেলে

Image Source: pexels

জলে নুন মেশানোর সময় কয়েক ফোঁটা তেল মিশিয়ে নিন। এতেও একাধিক উপকার পাবেন।

Image Source: pexels

নুন জলে স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন ভাল হয়।

Image Source: pexels

নুন জলে স্নান করলে গাঁটের ব্যথাও কমে যেতে পারে।

Image Source: pexels