পিরিয়ডস বা ঋতুস্রাব মানেই মাসের ৪-৫ দিন মেয়েদের কাছে একটু অন্যভাবেই।

Published by: ABP Ananda
Image Source: freepik

ঋতুস্রাবের সময় মেয়েদের শরীরে নানারকম পরিবর্তন হয়। ফলে অনেক সময়েই এই সময়টা অস্বস্তির মধ্যে কাটান মেয়েরা

Image Source: freepik

তবে জানেন কি, ঋতুস্রাবের সময় আপনার বেশ কিছু অভ্যাস অজান্তেই বাড়িয়ে দিতে পারে আপনার শরীরের অস্বস্তি?

Image Source: freepik

ঋতুস্রাবের সময় কয়েকটি নিয়ম মেনে চললেই দেখবেন শরীর আর মন, দুইই ঝরঝরে লাগছে।

Image Source: freepik

ঋতুস্রাবের সময় কেবল শরীরে নয়, মেয়েদের মেজাজেরও পরিবর্তন হতে পারে। অনেক সময় খিটখিটে হয়ে যেতে পারে মেজাজ।

Image Source: freepik

পিরিয়ডসের সময় অতিরিক্ত চা বা কফি পান না করাই ভাল। এতে শরীরে অস্বস্তি বাড়তে পারে

Image Source: freepik

ঋতুস্রাবের সময় পরিমিত পরিমানে নুন খান। বেশি নুন খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারণ হতে পারে।

Image Source: freepik

ঋতুস্রাবের সময় অতিরিক্ত ঠাণ্ডা জিনিস, যেমন ঘোল , দই বা আইসক্রিম না খাওয়াই ভাল

Image Source: freepik

ঋতুস্রাবের সময় ধূমপান ও মদ্যপান একেবারই অনুচিত। এতে শরীরের ক্ষতি হতে পারে।

Image Source: freepik

পিরিয়ডসের সময় সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিচ্ছন্নতা খুব জরুরি।

Image Source: freepik