ত্বকের নানা সমস্যা নিয়ে বছরভর জেরবার? মুক্তি মিলবে কীভাবে?



সামনেই গরমকাল, তাতে সমস্যা বাড়তে পারে ত্বকের, যার সমাধান রয়েছে বাড়িতেই



এক কুচি বরফেই ত্বকের হাজার সমস্যা দূর হতে পারে, নির্মূল হতে পারে ত্বকের ফোলা ভাব



ত্বক পুড়ে গেলে ব্যবহার করা যেতে পারে বরফ, তাতে কিছুটা স্বস্তি মিলবে



বরফের ঠান্ডাভাব সাময়িকভাবে ত্বকের গ্রন্থিগুলি বন্ধ করে দেয়



ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে আরও উজ্জ্বল করে বরফ



ব্রণর পর মুখে দাগ থেকে যায়, যা দূর করতে পারে বরফ



মেকআপের আগে মুখে সামান্য বরফ ঘষে নিলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়



নিয়মিত বরফ ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল বেরোনোর পরিমাণ কমে আসে



গরমকালে ত্বক লাল হয়ে যায়, যা থেকে সাময়িকভাবে মুক্তি দিতে পারে বরফ