Image Source: Freepik

রান্নাঘরের কালো সোনা বলে এই মশলাকে। সোনা বলার কারণ এর গুণের বহর।

Image Source: Freepik

এটি শরীরকে ডিটক্স করে। অর্থাৎ টক্সিন বার করে দেয়।

Image Source: Freepik

ক্যানসার ঠেকাতে সাহায্য় করে রান্নাঘরের এই ঝাঁঝালো মশলা।

Image Source: Freepik

এর মধ্যে পটাশিয়াম রয়েছে। যা হার্ট বিট নিয়ন্ত্রণে রাখে।

Image Source: Freepik

লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য় করে এই বিশেষ মশলাটি।

Image Source: Freepik

এটি গোলমরিচ। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি।

Image Source: Freepik

পেটের হাল ভাল রাখে গোলমরিচ। এটি গ্যাসের সমস্যায় বেশ উপকারী।

Image Source: Freepik

গোলমরিচে ব্য়াকটেরিয়ানাশী গুণ রয়েছে।

Image Source: Freepik

তবে এটি বেশি খাওয়াও ভাল না। তাতে হার্টের সমস্যা হতে পারে।

Image Source: Freepik

রোজ তিন থেকে পাঁচটির বেশি গোলমরিচ না খাওয়াই ভাল। শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।