চুল কি উস্কোখুস্কো, প্রায়ই জট পাকিয়ে যায়? চলতি ভাষায়, এর নাম 'Frizzy Hair'।

এই ধরনের চুলের সঠিক যত্ন না হলে তা দেখতেও যেমন রুক্ষ্ম লাগে, তেমনই সামলানোও কঠিন হয়ে দাঁড়ায়।

তবে কয়েকটি টিপস মানলে এই সমস্যা বেশ খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

খুব বেশি শ্যাম্পুর ব্যবহার চুলের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট করে দিতে পারে। তাই যথাসম্ভব কম 'হেয়ার ওয়াশ।'

ভেজা চুল শুকোনোর সময় তোয়ালে দিয়ে খুব জোরে ঘষবেন না। এতে হিতে বিপরীতের আশঙ্কা।

স্ক্যাল্পে গরম তেল দিয়ে হালকা করে 'ম্যাসাজ' করে দেখতে পারেন। এক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে।

কোন ধরনের চিরুনি বাছছেন, সেটাও 'হেয়ার ফ্রিজ' নিয়ন্ত্রণে ভীষণ জরুরি।

'প্যাডেল ব্রাশ' বা বড় দানার চিরুনি ব্যবহার করলে এসব ক্ষেত্রে ভাল ফল পাওয়া সম্ভব।

প্রত্যেক সপ্তাহে একদিন উপযুক্ত একটি 'মাস্ক' লাগান। এতে 'ডিপ কন্ডিশনিং' হবে।

এর পরও সমস্যা থাকলে অবশ্যই 'হেয়ার এক্সপার্ট'-র কাছে যেতে হবে।