Image Source: Freepik

সকালের খাবার আমাদের সারাদিনের এনার্জি জোগায়। তাই এই সময় পাতে রাখুন কিছু হাই প্রোটিন খাবার।

Image Source: Freepik

কাজে বেরনোর আগে ভাত খান ? অল্প ভাতের সঙ্গে অনেকটা ডাল নিন। ভরপুর প্রোটিন এতে।

Image Source: Freepik

পাতে রাখতে পারেন একটা বা দুটো ডিম। শরীরে এনার্জির অভাব হবে না।

Image Source: Freepik

কাজের ফাঁকে বাদাম খাওয়ার চেয়ে সকালেই কিছু আমণ্ড বাদাম খান। পরিমাণ ৩০ গ্রাম।

Image Source: Freepik

চিকেন ব্রেস্ট প্রোটিনের সেরা উৎস। তাই চিকেন ব্রেস্টও পাতে রাখতে পারেন মাঝে মাঝে।

Image Source: Freepik

দুধ শুধু বাড়ির খুদেদের জন্য নয়। এটি খেলে প্রোটিন ও এনার্জি দুই-ই মেলে।

Image Source: Freepik

মাছ অনেকের প্রিয় পদ। কাজে বেরনোর আগে মাছের ঝোল দিয়ে ব্রেকফাস্ট করতেই পারেন।

Image Source: Freepik

সকালের খাবার হিসেবে বেছে নিতে পারেন সোয়াবিনের তরকারি। ভরপুর প্রোটিন এতে।

Image Source: Freepik

বীজজাতীয় খাবারেও প্রোটিন অনেক। তাই ছোলা, চানা, কুমড়োর বীজের পদ পাতে রাখুন।

Image Source: Freepik

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।