দই প্রোটিন এবং ফ্যাটের উৎস। অনেকসময় অনেকের রাতে হজমের সমস্য়া হতে পারে। তাঁদের ক্ষেত্রে রাতে দই এড়ানো ভাল
Image Source: Pexels/Pixabay/Unsplash
ব্রেকফাস্টে বা লাঞ্চে দই খাওয়া সবচেয়ে ভাল। তাহলে হজম এবং বাকি সবক্ষেত্রেই সুবিধা হয়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
অনেকসময় বলা হয়ে থাকে বয়স্ক এবং শিশুদের জন্য সকালে জলখাবারে বা দুপুরের খাওয়ার পর দই খেলে সবচেয়ে বেশি কাজে দেয়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
যাঁরা ল্য়াকটোজ ইনটলারেন্ট অর্থাৎ দুগ্ধজাত কোনও খাবার সহ্য় হয় না, তাঁরা এড়িয়ে চলুন দই
Image Source: Pexels/Pixabay/Unsplash
দই শরীর ঠান্ডা করে। মূলত গরমে দই খেলে পেট ঠান্ডা থাকে। যাঁদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাঁরা শীতে দই এড়িয়ে চলুন
Image Source: Pexels/Pixabay/Unsplash
নিরামিষাশীদের জন্য প্রোটিনের অন্যতম উৎস দই। ক্য়ালশিয়াম ও ফসফরাসের উপাদানও দই থেকে মেলে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।