ব্রণ হয়েছে ? ভুলেও করবেন না এই কাজ ত্বকের নানা রকম সমস্যা নিয়ে অনেকেই জেরবার। তারই মধ্যে ব্রণ হলে তো কথাই নেই। ব্রণর সমস্যায় অনেক কিছু মুখে মাখেন সাধারণে। কিন্তু ভুলেও ব্রণতে টুথপেস্ট লাগাবেন না। টুথপেস্টে থাকে বেকিং সোডা, অ্যালকোহল। থাকে আরও কিছু রাসায়নিক উপাদান। যাতে ব্রণ না কমে উলটে আরও সমস্যা তৈরি করতে পারে। ব্রণ কমাতে টুথপেস্টের বদলে মুলতানি মাটি লাগান। অ্যালোভেরা জেলও লাগাতে পারেন। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।